অমনিবাসের শেয়ারড এটিএমে যুক্ত হলো ইউসিবিএল

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত অমনিবাসের এটিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকেরা। এখন থেকে ইউসিবিএলের গ্রাহকেরা দেশব্যাপী অমনিবাসের ২৭৩টিরও বেশি শেয়ারড এটিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।
অমনিবাস হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা, যেটি সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিএম ও পিওএস নেটওয়ার্কের সমন্বয় করে।
ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মূহায়মেনের উপস্থিতিতে ইউসিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম এবং ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউসিবিএলের সংযুক্তির মধ্য দিয়ে অমনিবাসে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা হলো চারটি—ব্র্যাক ব্যাংক, আইটিসিএল (১৪ সদস্য ব্যাংকের সমন্বয়ে গঠিত), ওয়ান ব্যাংক ও ইউসিবিএল। এই একক প্লাটফর্মের মধ্য দিয়ে অমনিবাসে অন্তর্ভুক্ত ১৭টি সদস্য ব্যাংকের যেকোনোটির গ্রাহক সপ্তাহের সাত দিনই যেকোনো সময় তাঁর প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

No comments

Powered by Blogger.