ব্রাজিলের চোখে আরেক শিরোপা পঞ্চক

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ সব ম্যাচই পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছিল পরশু। যুব বিশ্বকাপ যেন এর নিচে চাপাই পড়ে গিয়েছিল। তবে কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে অনেকটা নীরবেই ফুটবল সৌন্দর্যের পসরা সাজিয়ে বসল ছোটদের বিশ্বকাপ। ব্রাজিল-জার্মানি ও কোস্টারিকা-আরব আমিরাত—দুটি সেমিফাইনালেই ছিল শেষ মুহূর্তের রোমাঞ্চ।
আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে ৭৩ মিনিটে জার্মান যুবারা পেছনে ফেলেছিল চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে। এই গোলেই জয় দেখছিল জার্মানি। কিন্তু জার্মানি শিবিরকে স্তব্ধ করে ৮৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান সুপারসাব মাইকন। আর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোল করে মাইকনই ব্রাজিলকে তুলে দেন সেমিফাইনালে।
কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামেই আরব আমিরাত-কোস্টারিকা ম্যাচে অসাধারণ ফুটবল খেলেও শেষ পর্যন্ত ১-২ গোলে হেরেছে আরব আমিরাতের যুবারা। আহমেদ আলীর গোলে ৩৩ মিনিটে এগিয়ে গিয়েছিল আরব আমিরাত। ৪ মিনিট পর খেলার ধারার বিপরীতে হসু মার্টিনেজ গোল করে ম্যাচে ফেরান কোস্টারিকাকে। আর অতিরিক্ত ৩০ মিনিটের খেলার ইনজুরি সময়ের ২ মিনিটে দলকে জয়সূচক গোলটি উপহার দেন মার্কোস ইউরেনা।
আগামী পরশু প্রথম সেমিফাইনালে মুখোমুখি ঘানা ও হাঙ্গেরি। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ব্রাজিল আর কোস্টারিকা।

No comments

Powered by Blogger.