ইরাকে তিনটি বিস্ফোরণ, নিহত ২২

ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরে গতকাল রোববার তিনটি বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬১ জন। ওই দেশের পুলিশ বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি গাড়ি প্রথমে পুলিশ সদর দপ্তরের একটি দেয়ালের কাছে বিস্ফোরিত হয়। এর পরপরই ওই বিস্ফোরণে ফলে সৃষ্ট ভিড়ের মধ্যে বিস্ফোরক বোঝাই আরেকটি মোটরসাইকেল ঢুকে পড়ে এবং বিস্ফোরিত হয়। আর তৃতীয় বিস্ফোরণটি ঘটে শহরের প্রধান হাসপাতালের সামনে।
সুন্নি বিদ্রোহীদের এক সময়কার কেন্দ্রস্থল রামাদিতে কারফিউ জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম বিস্ফোরণের পর পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এর পরপরই পুলিশ তৃতীয় বিস্ফোরণের আশঙ্কায় বাতাসে ফাঁকা গুলি করতে থাকে এবং সাধারণ লোকজনকে সেখান থেকে সরে যেতে বলে।
সুন্নী যোদ্ধারা আল-কায়েদার সঙ্গ ত্যাগ করে মার্কিন ও ইরাকি বাহিনীর সঙ্গে হাত মেলানোয় রামাদি অনেকটাই শান্ত হয়ে আসে। তবে সাম্প্রতিক সময়ে আনবারে ইরাকি সেনা ও পুলিশের তল্লাশি চৌকির ওপর হামলা হয়েছে।

No comments

Powered by Blogger.