ইরানি পুলিশের লক্ষ্য এবার ম্যানিকিন

ইরানি পুলিশ বিভিন্ন শহরের বিপণিবিতানের দোকানিদের প্রতি ম্যানিকিন (প্রদর্শনীর জন্য পোশাক পরিয়ে রাখার বিশেষ মূর্তি) ব্যবহারে সতর্কতা জারি করেছে; বিশেষ করে হিজাব ছাড়া নারী-ম্যানিকিন ব্যবহারে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। এ খবর দিয়েছে ইরান নিউজ এজেন্সি এবং বিবিসি।
বার্তা সংস্থা ইরনা জানায়, পুলিশ ইতিমধ্যে ম্যানিকিন ব্যবহারের ব্যাপারে বিভিন্ন শর্তের উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কোনো দোকানি হিজাব ছাড়া নারীদের ম্যানিকিন ব্যবহার করতে পারবে না। এমনকি নারী-ম্যানিকিনের শরীরের ভাঁজও প্রদর্শন করা যাবে না। এ ছাড়া বো-টাই, নেক-টাইয়ের প্রদর্শনী করা যাবে না এবং নারীদের অন্তর্বাস কোনো পুরুষ দোকানি বিক্রি করতে পারবে না।
২০০৫ সালে মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতায় আসার পরই এ ধরনের ‘অনৈসলামিক কার্যকলাপ’ রোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বর্তমান পুলিশ প্রশাসন এ নির্দেশ জারি করল।

No comments

Powered by Blogger.