ভারত সাতটি কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করেছে

ভারত গতকাল বুধবার সফলভাবে সাতটি কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করেছে। এগুলোর মধ্যে ছয়টি অন্য দেশ থেকে উেক্ষপণ করা হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) কর্মকর্তারা এ কথা বলেছেন।
কর্মকর্তারা জানান, ভারত সফলভাবে সাতটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭২০ কিলোমিটার দূরে কক্ষপথে স্থাপন করেছে। এগুলোর মধ্যে ‘ওসেনস্যাট-২’ নামের একটি উপগ্রহ সমুদ্রের ওপর নজরদারির উদ্দেশ্যে উেক্ষপণ করা হয়েছে। এটি ১৯৯৯ সালে উেক্ষপণ করা ‘ওসেনস্যাট’ উপগ্রহের সহযোগী হিসেবে কাজ করবে।
বিদেশ থেকে উেক্ষপণ করা ছয়টি উপগ্রহের মধ্যে চারটি জার্মানি থেকে এবং সুইজারল্যান্ড ও তুরস্ক থেকে একটি করে উেক্ষপণ করা হয়েছে।
চেন্নাই থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে শ্রীহরিকোটা মহাকাশকেন্দ্র থেকে আইএসআরওর চেয়ারম্যান জি মাধভন নায়ার বলেন, সফলভাবেই উপগ্রহগুলো উেক্ষপণ করা হয়েছে।
সাতটি উপগ্রহ উেক্ষপণের জন্য ভারত সরকারের ২০০ কোটি রুপি খরচ হয়েছে।
ভারত ১৯৬৩ সালে প্রথম মহাকাশ কর্মসূচি গ্রহণ করে। ওই বছর তারা নিজেরা কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করে।
ভারত গত বছর চাঁদের উদ্দেশে একটি মনুষ্যবিহীন উপগ্রহ উেক্ষপণ করে। কিন্তু গত মাসে গবেষকেরা এর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরে তাঁরা এ অভিযানকে ব্যর্থ ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.