উরুমচিতে আবারও সিরিঞ্জ হামলা

ব্যাপক নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও গত কয়েক দিনে চীনের উরুমচি শহরে অনেকগুলো সিরিঞ্জ হামলা হয়েছে। সিরিঞ্জ হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।
উত্তর-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচির পুলিশ জানায়, গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ৭৭টি সিরিঞ্জ হামলার খবর পেয়েছেন তাঁরা। দ্য চায়না ডেইলি পত্রিকা এই খবর জানায়। এর আগে কর্তৃপক্ষ ৫৩১টি সিরিঞ্জ হামলার খবর দিয়েছিল।
এ হামলা বন্ধে সরকারি পদক্ষেপের দাবিতে গত সপ্তাহে উরুমচিতে ব্যাপক বিক্ষোভ দেখায় হান চীনারা। বিক্ষোভের প্রেক্ষাপটে শহরে কয়েক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু এই কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সর্বশেষ এ হামলার ঘটনাগুলো ঘটল।
দ্য চায়না ডেইলি জানায়, সিরিঞ্জ হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও ১০ জনেক গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।

No comments

Powered by Blogger.