জেট এয়ারওয়েজের পাইলটদের গণছুটি, আরও ফ্লাইট বাতিল

দুই সহকর্মীকে বরখাস্ত করার প্রতিবাদে গণনৈমিত্তিক ছুটি নিয়েছেন ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের পাইলটরা। এ কারণে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাটি।
গত মঙ্গলবারও ১৮৬টি ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটগুলোর মধ্যে ১৫৪টি ছিল অভ্যন্তরীণ এবং ৩২টি আন্তর্জাতিক। যাত্রা বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েন প্রায় ১৩ হাজার যাত্রী।
বরখাস্ত দুই পাইলটের পুনর্বহালের দাবি জানিয়েছে পাইলটদের সংগঠন দ্য ন্যাশনাল এভিয়েশন গিল্ড (এনএজি)। সংগঠনটি বলেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
ট্রেড ইউনিয়ন এনএজি গঠন করার পর জেট এয়ারওয়েজের সবচেয়ে জ্যেষ্ঠ দুই পাইলট ক্যাপ্টেন স্যাম থমাস এবং ক্যাপ্টেন বলরামনকে বরখাস্ত করা হয়।

No comments

Powered by Blogger.