দুবাই যাচ্ছেন ফ্লিনটফ

ইনজুরি পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে দুবাই যাচ্ছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সংযুক্ত আরব আমিরাতের মরু শহরে তিন মাস থাকবেন এই ইংলিশ অলরাউন্ডার। উষ্ণ আবহাওয়ায় পুনর্বাসন-প্রক্রিয়া সহজ হয়, এ জন্যই মূলত তাঁর দুবাই যাওয়া। তবে দুবাইকে বেছে নেওয়ার আরও একটি কারণ এক জায়গাতেই সব সুযোগ-সুবিধা পেয়ে যাওয়া, ‘আমি অন্তত ছয় সপ্তাহ গাড়ি চালাতে পারব না, ইংল্যান্ডে থাকলে তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমাকে অন্যের ওপর নির্ভর করতে হবে। আর দুবাইয়ে আমি যেখানে থাকছি সেই অ্যাপার্টমেন্টেই আছে জিমনেসিয়াম, সবকিছুই হাতের নাগালে।’
এই সুযোগে পরিবারের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ সময় কাটাতে পারবেন ভেবেও খুশি ফ্লিনটফ, ‘কঠিন একটা গ্রীষ্মের পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগও পাচ্ছি। দুবাইয়ের সময়টা আমাকে আরও চাঙা করে তুলবে।’ অ্যাশেজ জয়ের পরই ডান হাঁটুতে অস্ত্রোপচার হয় ফ্লিনটফের। গত সপ্তাহে ডিপ ভেইন থ্রম্বসিস (ডিভিটি) ধরা পড়ার পর ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছিলেন, আর হয়তো মাঠে ফেরা নাও হতে পারে তাঁর। সূত্র অবশ্য বলছে, পুরোপুরি সুস্থ হতে ফ্লিনটফের মাস ছয়েক লেগে যেতে পারে। ইনজুরির পুনর্বাসনের জন্য দেশের বাইরে যাওয়া ফ্লিনটফের জন্য নতুন কিছু নয়। বছর তিনেক আগে গোড়ালির ইনজুরির পর ফ্লোরিডায় গিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.