জান্তার রায়ের বিরুদ্ধে আপিল করলেন সু চি

মিয়ানমারে গৃহবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানোর রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীর বিরুদ্ধে গৃহবন্দীর শর্ত ভঙ্গের খোঁড়া অজুহাতে জান্তা সরকার সু চির গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়িয়ে দেয়। ওই রায়ে গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সু চি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। তাঁর একজন আইনজীবী গতকাল এ কথা বলেন। খবর এএফপির।
সু চি তাঁর রাজনৈতিক জীবনে গত ২০ বছরের ১৪ বছরই গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন। বিভিন্ন সময়ে সামরিক জান্তা তাঁকে নানা খোঁড়া অজুহাতে কারাবন্দী করে রাখে। সর্বশেষ গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে গত মে মাসে জন ইয়েত্ত নামের খেয়ালি এক মার্কিন নাগরিক পার্শ্ববর্তী লেক সাতরে সু চি যে বাড়িতে গৃহবন্দী ছিলেন সেখানে ঢুকে পড়ে। এ অপরাধের দায় চাপানো হয় ৬৪ বছর বয়সী সু চির ওপর। এ ঘটনায় কুখ্যাত ইনসেইন কারাগারের গোপন আদালতে তাঁর বিচার হয়। ১১ আগস্ট ওই বিচারের রায় দেওয়া হয়।
গতকাল সু চির আইনজীবী চি উইন বলেন, ‘আমরা ওই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেছি।’ সু চির অপর আইনজীবী নিয়ান উইন বলেন, আপিলের ব্যাপারে প্রাথমিক শুনানি হবে শুক্রবার (আজ)। এদিনই সিদ্ধান্ত হবে আপিলটি আনুষ্ঠানিকভাবে বিবেচনায় নেওয়া হবে কি না।

No comments

Powered by Blogger.