কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা ৯ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। মূলত স্বাস্থ্যসেবা পরিকল্পনার ব্যাপারে সমর্থন আদায় করাই তাঁর এই ভাষণের উদ্দেশ্য। গত বুধবার ওবামার কংগ্রেসের সহকারীরা এ কথা জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই সহকারীরা জানান, কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটে ডেমোক্র্যাটদের নেতা হ্যারি রেইড কংগ্রেস অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ওবামাকে চিঠি দেন। চিঠিতে পেলোসি ও রেইড লিখেছেন, ‘স্বাস্থ্য বীমা খাতে কম খরচ, উন্নত মান ও বিস্তৃত সেবাসংবলিত একটি সংস্কার অর্জনের খুব কাছাকাছি পৌঁছেছি আমরা। লক্ষ্য পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে আগামী ৯ সেপ্টেম্বর কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

No comments

Powered by Blogger.