অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর নিহত -হেলিকপ্টার দুর্ঘটনা

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডিকে নিয়ে একটি হেলিকপ্টার অন্ধ্র প্রদেশের জঙ্গলে নিখোঁজ হয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই হেলিকপ্টারে তাঁর বিশেষ সচিব পি সুব্রামনিয়াম, নিরাপত্তা কর্মকর্তা এ এস সি ওয়েসলে এবং হেলিকপ্টারের চালক ও সহ-চালক ছিলেন। তাঁরা সবাই মারা গেছেন। রুদ্রকোন্ডা পর্বত এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
মুখ্যমন্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রথমে কুর্নুল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে। প্রসঙ্গত, রাজশেখর রেড্ডির নেতৃত্বে পরপর দুবার অন্ধ্র প্রদেশে ক্ষমতায় এসেছে কংগ্রেস। জানা গেছে, তাঁর জায়গায় অর্থমন্ত্রী কে রোসাইয়াহ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন।
বুধবার মুখ্যমন্ত্রী রেড্ডি হায়দরাবাদ থেকে হেলিকপ্টারে করে যখন চিত্তোরের উদ্দেশে রওনা দেন তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নকশাল অধ্যুষিত নালামাল্লা জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

No comments

Powered by Blogger.