ভারতে আরেকটি জঙ্গি হামলা হতে পারে: ইসরায়েল

গত বছরের মুম্বাই হামলার মতো ভারতে আরও জঙ্গি হামলা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলে। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মুম্বাইয়ে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীটি ভারতে ইসরায়েলি ও পশ্চিমা দেশের নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। গত বছর নভেম্বরে মুম্বাইয়ের দুটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় ১৭০ জনের বেশি নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে ভারত।
ইসরায়েলের গোয়েন্দা বিভাগ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) এক বিবৃতিতে বলা হয়, মুম্বাইয়ে হামলা চালানো জঙ্গি সংগঠনটি ভারতের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালানোর পরিকল্পনা করেছে। বিশেষ করে পশ্চিমা ও ইসরায়েলি নাগরিকদের ওপর তারা হামলা চালাতে পারে।
এনএসসি তাদের দেশের নাগরিকদের ভারত ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা পাঠিয়েছে তারা। পাশাপাশি ভারতে নিউইয়র্কভিত্তিক লুবাভিচ সংস্থা পরিচালিত লুবাভিচ কেন্দ্রও হামলাকারীদের তালিকায় রয়েছে বলে জানিয়েছে এনএসসি।

No comments

Powered by Blogger.