মালয়েশিয়া যাচ্ছে মহিলা কাবাডি দল

দুই বছর আগে ইরানে অনুষ্ঠিত এশিয়ান যুব মহিলা কাবাডিতে বাংলাদেশ খেলতে যায়নি অর্থাভাবে। তবে ২৫-২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠেয় প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। এসএ গেমসের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট কাজে লাগবে বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মহিলা কাবাডি দলকে বিমানের টিকিট দিচ্ছে বিওএ।
২২ সেপ্টেম্বর রাতেই রওনা হচ্ছে কাবাডি দল। তবে ৭ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ দলগুলোর নাম চূড়ান্ত হয়নি। গতবারের চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান, চীনা তাইপে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের গ্রুপিং হওয়ার কথা খেলা শুরুর আগের দিন।
১৩ সদস্যের বাংলাদেশ দলে খেলোয়াড় ১০ জন, যার মধ্যে অধিনায়ক হাসনা মরিয়ম বর্ণা ও সহ-অধিনায়ক ফাতেমা আক্তার শিলা এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন। দুজনই রাজশাহীর মেয়ে। অন্য ৮ খেলোয়াড় আন্তর্জাতিক আসরে নতুন, তাঁদের বিদেশ-যাত্রা এই প্রথম। অনভিজ্ঞ দল নিয়ে যাচ্ছেন, তবু বাংলাদেশ দলের কোচ সুবিমল চন্দ্রের লক্ষ্যটা বড়ই, ‘আমরা কোনো প্রতিশ্রুতি দিয়ে যাব না। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা আমাদের বড় ঘাটতি। তার পরও অনেক দিন ধরে অনুশীলন করায় টুর্নামেন্টে ভালো করব আশা করি। আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা।’ অধিনায়ক হাসনা মরিয়মও ফাইনালে খেলতে চান, ‘ভালো ফল নিয়েই দেশে ফিরতে চাইব আমরা। আমরা ফাইনালে খেলারই স্বপ্ন দেখি।’
বাংলাদেশ দল: হাসনা মরিয়ম (অধিনায়ক), ফাতেমা আক্তার শীলা (সহ-অধিনায়ক), ফারজানা আক্তার (গাইবান্ধা), শারমিন সুলতানা, তৌফিকা পারভীন (নড়াইল), রুপালি আক্তার, হেনা আক্তার (জামালপুর), সাথী আক্তার (মুন্সিগঞ্জ), ফাতেমা আক্তার (কিশোরগঞ্জ), কাজী শাহিন আরা (ফরিদপুর)।

No comments

Powered by Blogger.