এশীয় আরচারির ফাইনালে সাজ্জাদ

কলকাতায় অনুষ্ঠানরত চতুর্থ এশীয় আরচারি গ্রাঁ প্রিঁতে নিজের ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের সাজ্জাদ হোসেন। কাল ৭০ মিটার অলিম্পিক রাউন্ডের সেমিফাইনালে তাঁর কাছে হেরে গেছে ভারতের নামী তীরন্দাজ দীপেন্দু বিশ্বাস। কোয়ার্টার ফাইনালে সাজ্জাদ হারিয়েছিলেন ভারতেরই আরেক নামী তীরন্দাজ রাহুল রাজীবকে। আজ ফাইনালে তাঁর সামনে ইরানের টি রাঞ্জপার।
ফাইনালেও সাজ্জাদকে নিয়ে আশাবাদী আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন। কাল কলকাতা থেকে ফিরে বললেন, ‘সাজ্জাদ খুবই ভালো করছে। ফাইনালেও করবে। ইরানের প্রতিযোগী সাজ্জাদের চেয়ে খুব বেশি শক্তিশালী নয়।’ রাজীবউদ্দিনের আশা, ডিডি স্পোর্টসে আজ বেলা সাড়ে ১১টা থেকে সম্প্রচার হতে যাওয়া ফাইনালে সাজ্জাদকে বিজয়ীর বেশেই দেখা যাবে।
উত্তরা ব্যাংকের পৃষ্ঠপোষণায় টুর্নামেন্টে খেলতে গেছে ১৪ সদস্যের (৭ জন করে পুরুষ ও মহিলা তীরন্দাজ) বাংলাদেশ দল। সাজ্জাদ ছাড়া আর কেউ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে থাকতে পারেননি। তিনজন বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে।

No comments

Powered by Blogger.