রাশিয়ার সঙ্গে সংলাপের ডাক দিলেন ন্যাটোর প্রধান

ইউরোপে নিরাপত্তা উত্তেজনা হ্রাস এবং অভিন্ন হুমকি মোকাবিলায় রাশিয়ার সঙ্গে ‘খোলা মনে এক নজিরবিহীন সংলাপ’-এর আহ্বান জানিয়েছেন ন্যাটোর প্রধান।
ন্যাটোর মহাসচিব এন্ডার্স ফগ রাসমুসেন বলেন, মস্কোর সঙ্গে খোলামেলা ও অকপট সংলাপ শুরু করতে চান তিনি, যা নতুন আবহের সৃষ্টি করবে।
গত মাসে ন্যাটোর মহাসচিবের দায়িত্ব নেন তিনি। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে রাসমুসেন বলেন, ‘রাশিয়ার উপলব্ধি করা উচিত যে ন্যাটো আছে এবং ন্যাটো হচ্ছে আমাদের ট্রান্স-আটলান্টিক সম্পর্কের একটি ভিত্তিস্বরূপ কিছু।’ তিনি বলেন, ‘তবে আমাদের এটাও বিবেচনায় নিতে হবে যে রাশিয়ার নিজেরও নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে।’ গতকাল বুধবার সাক্ষাত্কারটি প্রকাশিত হয়।
দুই পক্ষের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও রাসমুসেন বলেন, একটি সত্যিকারের কৌশলগত অংশীদারির ব্যাপারে তাঁর একটি ‘সুদূরপ্রসারী পরিকল্পনা’ রয়েছে। তিনি বলেন, ইউরোপে নতুন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি প্রস্তাব নিয়ে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।

No comments

Powered by Blogger.