‘কোজাগর’, ‘গণেশি’র পর এবার ‘অরণ্য’

‘কোজাগর’ ও ‘গণেশি’র পর এবার মারা গেল ‘অরণ্য’। মায়ের দুধের অভাবে দলছুট এ হাতির ছানাটিকে বাঁচানো গেল না। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গত শনিবার রাতে অরণ্যের মৃত্যু হয়। এর আগে কোজাগর ও গণেশি নামে আরও দুটি হাতির ছানা একই কারণে মারা যায়।
মাস দেড়েক আগে জলঢাকা নদীতে ভেসে আসে অরণ্য। এরপর তাকে বাঁচাতে মায়ের দুধের বিকল্প হিসেবে প্রথমে গুঁড়ো দুধ, পরে নারিকেলের দুধ, ছাগলের দুধ ও চালের গুঁড়ো মেশানো পানীয় তৈরি করে খাওয়ানো হয়। কিন্তু কিছুতেই কাজ হয়নি।
পশুচিকিত্সক শ্বেতা মণ্ডল বলেন, মায়ের দুধের অভাবেই অরণ্যের শরীরে নানা রোগ দেখা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় মারা যায় ছোট্ট হাতিটি।

No comments

Powered by Blogger.