মেগরাহির মুক্তির বিরোধিতা করলেন হিলারি

স্কটল্যান্ডের লকারবির আকাশে যাত্রীবাহী বিমানে বোমা হামলাকারীর সম্ভাব্য মুক্তির বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এর আগে বিমানটি উড়িয়ে দেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া লিবিয়ার নাগরিক আবদেল বাসেত আলি মোহাম্মদ আল-মেগরাহির মুক্তির বিরোধিতা করেন সাতজন মার্কিন সিনেটর।
১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি গ্রামের আকাশে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ উড়িয়ে দেওয়ার দায়ে মেগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই হামলার ঘটনায় বিমানটির ২৭০ জন আরোহী প্রাণ হারায়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮৯ জন ছিল মার্কিন নাগরিক। ৫৭ বছর বয়সী মেগরাহি প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। তাই মানবিক দিক বিবেচনা করে তাঁকে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।
হিলারি গত মঙ্গলবার বলেন, ‘নিহতদের পরিবারের সদস্যদের অনেকের সঙ্গে আমি কথা বলে তাঁদের ভয়ানক অভিজ্ঞতার ব্যাপারে জেনেছি।’ তিনি এও বলেন, ওই হামলায় জড়িত থাকার দায়ে সাজা ভোগ করছেন এমন কাউকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হবে সম্পূর্ণ ভুল। বিবিসি।

No comments

Powered by Blogger.