২০২০ সালের মধ্যে ১০ লাখ ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামাবে জার্মানি

২০২০ সাল নাগাদ দেশের রাস্তায় পরিবেশবান্ধব ১০ লাখ ইলেকট্রিক গাড়ি নামানোর এক মহাপরিকল্পনা নিয়েছে জার্মান সরকার। এ লক্ষ্যে গতকাল বুধবার একটি খসড়া পরিকল্পনা পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এ জন্য গাড়ি প্রস্তুতকারক বৃহত্ কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
‘ন্যাশনাল ইলেকট্রো-মোবিলিটি প্ল্যান’ নামের ওই খসড়ায় বলা হয়েছে, ২০২০ সাল নাগাদ দেশের রাস্তাগুলোয় কমপক্ষে ১০ লাখ ইলেকট্রিক গাড়ি চলুক—কেন্দ্রীয় সরকারের এটাই ইচ্ছে। বার্লিনের ওই পরিকল্পনায় ইলেকট্রিক গাড়ি নির্মাণ কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। গাড়ির ব্যাটারি ও রিচার্জ যন্ত্রের উন্নয়ন নিয়ে গবেষণার জন্য ওই ভর্তুকি দেওয়া হবে।
পরিবেশবাদী রাজনৈতিক দলগুলো ওই গাড়ি নির্মাণের জন্য সরকারের কাছে ভর্তুকি দেওয়ার দাবি করে আসছিল, যাতে উত্পাদন খরচ কম হয় এবং ক্রেতারা তা কম দামে কিনতে পারে।

No comments

Powered by Blogger.