কাদির খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ

পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিয়েছেন সে দেশের আদালত। গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট এই রায় ঘোষণা করেন। এই আদেশের মাধ্যমে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ফিরে পেলেন পাকিস্তানের পরমাণু কর্মসূচির নেতৃত্বদানকারী এই বিজ্ঞানী। বিদেশি শক্তির কাছে পরমাণু বোমা বানানোর তথ্য পাচারের অভিযোগে কয়েক বছর ধরে গৃহবন্দী রয়েছেন তিনি। এর আগে ফেব্রুয়ারি মাসে তাঁর ওপর থেকে অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দেন ইসলামাবাদের হাইকোর্ট। খবর বিবিসি ও টেলিগ্রাফের।
গতকাল লাহোর হাইকোর্টের বিচারক বিচারপতি এজাজ আহমেদ রায়ে বলেন, ‘ড. খান যেকোনো জায়গায় যাতায়াত করতে পারবেন। তাঁর চলাফেরা ও দেখা-সাক্ষাতে কেউ কোনো ধরনের বাধা দিতে পারবেন না।’

No comments

Powered by Blogger.