পাসপোর্ট জটিলতা কাটছেনা গুম ফেরত বিএনপি নেতা সাদাতের

পাসপোর্ট নিয়ে জটিলতা কাটছেনা গুম ফেরত বিএনপির নেতা সৈয়দ সাদাত আহমেদের। তিনি বলেন, গুমের শিকার হয়ে আয়নাঘরে ছিলেন ১৩০ দিন। আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার ৭ বছর হয়ে গেছে। এরপরও কোনো দেশে যেতে হলে তাকে কোর্ট থেকে ট্রাভেল পাস নিতে হয়। কেন বা কারা পাসপোর্টে নিষেধাজ্ঞা দিয়েছে তা জানেন না তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদাত আহমেদ বলেন, এভিয়েশন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়। যখন ইমেগ্রেশনে যান তখন তাকে হয়রানির শিকার হতে হয়। ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়। নানা ধরণের প্রশ্ন করা হয়। একপর্যায়ে কোর্টের আদেশ কপি জাস্টিফাই করে বিদেশে যাওয়ার পারমিশন দেয়া হয়। আবার যখন কাজ শেষ করে দেশে ফিরতে হয় তখনও একই রকম হয়রানির সম্মুখিন হতে হয় তাকে।
পাসপোর্ট ব্লকের সমস্যা সমাধানের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিশেষ করে এসবি ও ডিবিতে গিয়ে কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে অভিযুক্ত করেন সাদাত। বলেন, জিয়াউল আহসানই এই কাজ করেছেন।

mzamin

No comments

Powered by Blogger.