বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার পথে নৌকাতেই তিন রোহিঙ্গার মৃত্যু
এতে বলা হয়েছে, বিপুলসংখ্যক এসব রোহিঙ্গাকে বহনকারী কাঠের নৌকাটি কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আচেহ থেকে প্রায় ১ মাইল দূরের উপকণ্ঠে পৌঁছায়। তবে সেখানের স্থানীয় বাসিন্দারা এসব রোহিঙ্গাদের ভূখণ্ডে নামতে দিচ্ছে না। বাংলাদেশের কক্সবাজার থেকে নৌকায় আরোহী হয়ে সেখানে পৌঁছেছেন তারা।
গত শুক্রবার থেকে উপকূলে ভেসে আছে নীল রঙের নৌকাটি। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজার থেকে দক্ষিণ আচেহ জেলার লাবুহান হাজির জলসীমায় প্রায় দুই সপ্তাহের ভ্রমণে সমুদ্র পথেই তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় রোববার থেকে এ পর্যন্ত ১১ জন রোহিঙ্গাকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আচেহ পুলিশের একটি প্রতিবেদন অনুযায়ী, এই দলটি গত ৯ অক্টোবর কক্সবাজার থেকে রওনা দেয় এবং মালয়েশিয়ায় পৌঁছানোর পরিকল্পনা করেছিল। তবে নৌকার কিছু যাত্রী অন্য দেশে তাদের নিয়ে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা তাদের খাবার দিয়েছে জানিয়েছে জাবাল নামের এক বাসিন্দা। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারও তাদের খাদ্য দিয়েছে।
পুলিশ জানায়, নৌকাটি যখন বাংলাদেশ ছেড়ে আসে তখন এটিতে ২১৬ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে ৫০ জন ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে নেমে গেছেন বলে জানা গেছে। এছাড়া আচেহ পুলিশ লোক পাচারের অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
No comments