পূর্ব গৌতায় আরো রাসায়নিক অস্ত্র কারখানার সন্ধান মিলেছে

সিরিয়ার পূর্ব গৌতায় রাসায়নিক অস্ত্র তৈরির আরো একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সরকারি বার্তা সংস্থা সানা মঙ্গলবার জানিয়েছে, সম্প্রতি মুক্ত করা আশ-শাইফুনিয়া শহরে গোপন এ কারখানার সন্ধান পাওয়া গেছে।
ওই এলাকায় সন্ত্রাসীরা বোমা পেতে রাখতে পারে - এমন সন্দেহে সরকারি সেনাদের তল্লাশির সময় এ কারাখানার সন্ধান পাওয়া যায়। সিরিয়ার একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তার বরাত দিয়ে সানা জানিয়েছে, দুইতলা একটি ভবনে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র তৈরির এ কারখানা প্রতিষ্ঠা করেছিল যাতে সৌদি আরব থেকে আসা রাসায়নিক উপদান ব্যবহার করা হচ্ছিল। ওই কারখানা থেকে পাশ্চাত্যে নির্মিত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা কর্মকর্তা জানান, ভবনটিতে উঁচু মাত্রার প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়া গেছে যা থেকে এই ইঙ্গিত মিলছে যে, সেখান সৌদি আরব ও ইউরোপের বিশেষজ্ঞরা কাজ করছিল। গত কয়েক বছর ধরে পূর্ব গৌতা সন্ত্রাসীদের দখলে রয়েছে।

No comments

Powered by Blogger.