বাবাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না : মুরসির ছেলে আব্দুল্লাহ

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ বলেছেন, বাবার প্রতি অমানবিক আচরণের জন্য মিসরীয় কর্তৃপক্ষ সরাসরি দায়ী। সেই সত্য ঘটনা বিশ্ববাসীর সামনে প্রকাশ হয়ে যাবার আশঙ্কায় সরকার দেশের বাইরের কাউকে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না। আব্দুল্লাহ বলেন, তার বাবার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত করতেই ব্রিটিশ এমপিদের গ্রুপটি মিসরে গেছেন। তারা মুরসিকে উদ্ধার ও তাকে পুরোপুরি নিঃসঙ্গ অবস্থা থেকে মুক্ত করতে চায়। এমন খবরও পাওয়া গেছে যে তাকে কারাগারে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।

No comments

Powered by Blogger.