অনন্ত আলোর অশেষ পথ যেখানে শুরু by শায়লা সিমি

‘অনন্ত আলোর অশেষ পথ যেখানে শুরু’ স্লোগানে প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক সুফি বিষয়ক শিল্প প্রদর্শনী শুরু হতে যাচ্ছে ২৬ ফেব্রয়ারি থেকে। এই শিল্প প্রদর্শনী করতে যাচ্ছে আর্ট আনলিমিটেড কোম্পানি ও শাফি-নুর পেজার উদ্যোক্তা। সুফিবাদ-দর্শনের প্রচরণা ও অধ্যাত্ম বিষয়ে মনোভাব প্রকাশের নিমিত্তে এ উদ্যোগ নেওয়া হয়। সংগঠকরা জানিয়েছেন, সুফিবাদের ঐতিহ্য এক জায়গায় সীমিত নয়; মহাবিশ্বের সাথে সংযুক্ত। সৃষ্টিকর্তা পৃথিবীকে ভালবেসে সৃষ্টি করেন এবং শক্তিগুলো এক সত্যের একক মাত্রা এবং সৃষ্টির মূল ধারণাই তাই। এটা জানা গুরুত্বপূর্ণ যে, আউলিয়া ও সুফীগণের জীবনী ও ইতিহাস বলে যে, তারা বিভিন্ন স্থান থেকে এসে মানবতার কল্যানে, আল্লাহর আদেশে কাজ করেছে বাংলার মাটিতে। যিশুখ্রিস্টও তার সহচরদের ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্যণীয়। তারা পৃথিবী ব্যাপী বিচরণ করেন এবং মহাবিশ্বাসের সঙ্গে সংযুক্ত।
আউলিয়াদের রওজা মোবারাক বিশ্বকে হাজার হাজার বছর ধরে আল্লাহর আশীর্বাদ উপভোগের সুযোগ দিয়ে যাচ্ছে। যে সব শিল্পী, নিজেদের অভিজ্ঞতা এবং সংস্কৃতির পুঁজি করে এ সত্যের সঙ্গে, সংবোধ করতে চান; তারা হৃদয়ের রঙে ভালোবাসা মিশিয়ে সৃষ্টির ভালোবাসা ও সৃষ্টির উৎসকে উন্মোচন করতে চান তাদের নিয়ে এই আয়োজন। এছাড়া আমরা এ ভাবনাকেই অনন্ত ভালবাসা বা সুফিবাদ বলছি।ভারতীয় শিল্প উদ্যোক্তা,এডিটর ও কবি বিনা সরকারের কবিতার সমাবেশে একটি শিল্পকর্ম প্রদর্শনীতে থাকবে। দুজন অস্ট্রেলিয়ান শিল্পী পিয়া সুইটিং ও নিনি আন্তেনিনির শিল্পকর্ম থাকছে আরও থাকছে পাকিস্তানি শিল্পী ইমরান জাইবের -নিউ মিডিয়া ত্রি ডি আর্ট ওয়ার্ক। এছাড়াও দেশের অনেক স্বনামধন্য শিল্পীরা এ আয়োজনের অংশ হচ্ছেন যাদের মধ্যে আছেন রনি আহম্মেদ (সুফী শিল্পী/আধ্যাতিক গুরু), আশরাফ হোসেন (শিল্পী), জহির উদ্দিন জম্মন (শিল্পী/কনসেপ্ট অ্যান্ড কপি রাইটার), শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্ট বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের গুণী শিল্পীদের সমাহারে দিনব্যাপী কর্মশালা ও কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথি হিসাবে থাকবেন শিল্পী ও ভাস্কর অলক রায়, শিল্পী ও শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী। প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে- সর্দার এ আউলিয়া খাজা বাবা মঈনুদ্দিন চিশতীকে (রহ.)। প্রদর্শনীর সময়কাল- ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ, ২০১৮ পর্যন্ত। স্থান- বেগম রেষ্টুরেন্ট ও গ্যালারী (পাঞ্জোরা, ঢাকা শহরের বাইপাস, ঢাকা; প্রায় ৩০০ ফুটের কাছে)। আয়োজন বিষয়ে যে কোনো যোগাযোগ করা যাবে- ইমেইল- shailasimi@gmail.com, প্রদর্শনীর জন্য যোগাযোগ- রিয়েল (ফোন- 88 01918969849) এবং জমা দেওয়ার জন্য রানা; (ফোন- +88 01721747574), আয়োজক +8801725020670।

No comments

Powered by Blogger.