আমৃত্যু ক্ষমতায় থাকবেন চীনা প্রেসিডেন্ট!

আজীবনই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন শি জিনপিং। প্রেসিডেন্টের কার্যকাল নির্দিষ্টকারী আইন বাতিল করে ওই পদ সুরক্ষিত করতে এই প্রস্তাব রোববার পেশ করেছে চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। বর্তমান আইন অনুযায়ী টানা দুবার পাঁচ বছরের কার্যকাল শেষ হতে চলায় এবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সময় এগিয়ে এসেছিল ৬৪ বছরের জিনপিং–এর।
যদিও সাধারণত ১০ বছরই কার্যকাল থাকে দল এবং দেশের সামরিক প্রধানের পদে কিন্তু জিনপিং–র কোনো কার্যকাল নির্দিষ্ট করা নেই। গত অক্টোবরেই তিনি দ্বিতীয় দফায় দল এবং দেশের সামরিক প্রধান হয়েছেন। প্রেসিডেন্টের পদই শুধু নয় এই প্রস্তাবে ভাইস প্রেসিডেন্টের পদও আজীবনের জন্য সুরক্ষিত হয়ে যাবে। কেন্দ্রীয় কমিটির এই প্রস্তাব অবশ্য পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। পার্লামেন্টের সদস্যরা সবাই দলের অনুগত হওয়ায় তা পাস হয়ে যাবে বলেই ধারণা কূটনীতিকদের।

No comments

Powered by Blogger.