মালদ্বীপে ভারতের হস্তক্ষেপ : যা বললেন ভাইস প্রেসিডেন্ট

মালদ্বীপের রাজনীতিতে হস্তক্ষেপ করার নতুন করে আহ্বান জানানো হলো। এবারো এসেছে দেশটির রাজনৈতিক মহল থেকে। রাজনৈতিক অস্থিরতা এবং সাংবিধানিক সঙ্কট কাটানোর সব অভ্যন্তরীণ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়ে মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামিল আহমেদ রোববার মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি এবং সে প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া উচিত ভারতের— বলেছেন জামিল।
‘‘গণতন্ত্র ফেরানোর যত রকম উপায় ছিল, সেই সব রকমভাবেই চেষ্টা করেছেন মলাদ্বীপের মানুষ। বিচারবিভাগ তার রায় দিয়েছে, পার্লামেন্ট চেষ্টা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেছে, মালদ্বীপে আইনের শাসন এবং গণতন্ত্র ফেরাতে সবাই ব্যর্থ।’’ রোববার এমন মন্তব্যই করেছেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদ জামিল আহমেদ বলেছেন, ‘‘আমার মত, এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত আন্তর্জাতিক মহলের। আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব রকম বৈধ সংস্থান প্রয়োগ করে মালদ্বীপে গণতন্ত্র ফেরানোর প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া উচিত ভারতের।’’ এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও সে দেশে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন জরুরি অবস্থা ঘোষণা করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং তার বিরোধী শিবিরে থাকা রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পরেই নাশিদ আর্জি জানিয়েছিলেন, মালদ্বীপে সেনা পাঠাক ভারত।

No comments

Powered by Blogger.