চালকহীন জাহাজ

দক্ষিণ চীন সাগরে চালকহীন জাহাজ নিয়ে গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র নির্মাণ করবে বেইজিং। সামরিক এবং বেসামরিক উভয়ই কাজেই ব্যবহার করা যাবে চীনের নির্মিত চালকহীন যান।
ওয়ানশান মেরিন টেস্ট ফিল্ড নামের এ কেন্দ্রটি দক্ষিণ চীন সাগরের অন্যতম একটি প্রবেশ মুখে তৈরি করা হবে। দক্ষিণাঞ্চলীয় চীনা প্রদেশ গুয়ানডংয়ের জুহাইয়ের কাছে তিনশ’ বর্গ মাইল জুড়ে এ কেন্দ্র নির্মাণ করা হবে।

No comments

Powered by Blogger.