গরুর পেটে ৮০ কেজি প্লাস্টিক!

এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একটি গরুর পেট থেকে প্রায় ৮০ কেজি প্লাস্টিক বের করেছেন এক চিকিৎসক। ভারতের বিহাররাজ্যের পশুচিকিৎসা হাসপাতালে এ বিরল অস্ত্রোপচার করা হয়। এর নেতৃত্বে ছিলেন হাসপাতালটি সহ-অধ্যক্ষ জিডি সিংহ। তিনি বলেন, আমার ১৩ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা কোনো দিনও ঘটেনি।
তিনি জানান, এই অস্ত্রোপচার করতে প্রায় তিন ঘণ্টা লেগেছে। ছয় বছর বয়সের ওই গরুটি খাদ্যের মাধ্যমে প্রতিদিন একটু একটু করে প্লাস্টিক খেত। এতে গরুটি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে গরুটি নিয়মিত খাবার খাওয়া ছেড়ে দেয় এবং বিভিন্ন শারীরিক সংকটের মধ্যে পড়ে। এর পর গরুটিকে তার মালিক হাসপাতালে নিয়ে আসে। জিডি সিংহ জানান, হাসপাতালে আনার পর গরুর পেটে প্লাস্টিক জমে থাকার বিষয়টি ধরা পড়ে। তখন দীর্ঘ অস্ত্রোপচারের মধ্য দিয়ে ওই প্লাস্টিক বের করা হয়।

No comments

Powered by Blogger.