অক্সফামের যৌন কেলেঙ্কারি : শুভেচ্ছা দূতের পদ ছাড়লেন ব্রিটিশ অভিনেত্রী

ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে ২০১১ সালে ত্রাণকাজের সময় দাতব্য সংস্থা অক্সফামের কর্মীদের যৌন কেলেঙ্কারির অভিযোগের পর প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূতের পদ ছেড়েছেন ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার। অক্সফামের কর্মীদের বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় ভাড়া করা ভবনে যৌনকর্মী নিয়ে আসাসহ আরও নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
তদন্তে বেরিয়ে আসা এ কেলেঙ্কারির বিষয়টি অক্সফাম ধামাচাপাও দিয়েছে বলে অভিযোগ আছে। অভিনেত্রী ড্রাইভার এক বিবৃতিতে বলেন, অক্সফামের কর্মীরা হাইতি ও অন্যান্য দেশে মারাত্মক ঝুঁকিতে থাকা মানুষদের যৌনকর্মে ব্যবহার করেছেন শুনে তিনি আতঙ্কিত।-খবর বিবিসি অনলাইন। অক্সফামের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানছেন বলে জানান ড্রাইভার। আর্থ-সামাজিক অনাচারের বিরুদ্ধে তিনি লড়াই করতে চান বলেও জানিয়েছেন। এক টুইটার বার্তায় ড্রাইভার বলেন, আমি অক্সফামের ঘটনায় ভেঙে পড়েছি। যে নারীদের সাহায্যের জন্য কর্মীদের কাজে পাঠানো হল, সেই নারীদেরই এভাবে অপব্যবহারের ঘটনায় আমি বিপর্যস্ত। ৯ বছর বয়স থেকে আমি যে প্রতিষ্ঠানের জন্য সচেতনতা তৈরির কাজ করছি তাদেরই কাণ্ড দেখে আমি ভেঙে পড়েছি। অক্সফামের শুভেচ্ছা দূত হিসেবে কম্বোডিয়া ও থাইল্যান্ড সফর করেছেন ড্রাইভার। অক্সফামের তহবিল সংগ্রহের জন্যও তিনি কাজ করেছেন। গুড উইল হান্টিং চলচ্চিত্রের এ অভিনেত্রী বলেন, দাতব্য সংস্থাটির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা ভয়ঙ্কর রকম অপরাধ।

No comments

Powered by Blogger.