ভালোবাসা দিবসে কুকুর-গাধার বিয়ে!

দেশের নানা প্রান্তে ভ্যালেন্টাইনস ডের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে দাপিয়ে বেড়ালো বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও তারা মারমুখী, কোথাও দিয়েছে হুমকি। ধাওয়া করেছে তরুণ-তরুণীদের। এমনকি প্রেম দিবস পালনকে বিদ্রূপ করে কুকুর-গাধার বিয়েও দিয়েছে এক হিন্দু সংগঠন! জানা গেছে, আহমদাবাদে সাবরমতী নদীর তীরে গেরুয়া পতাকা ও লাঠি নিয়ে বজরং দলের লোকজন প্রেমিক যুগলদের হুমকি দিচ্ছেন। যারা পালাচ্ছিলেন, তাদেরও ধাওয়া করছেন। পরে ওই দলের ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। বাড়ানো হয় পুলিশি পাহারা। উত্তর গুজরাতে বিশ্ব হিন্দু পরিষদের প্রচার সচিব হেমেন্দ্র ত্রিবেদী জানান, হামলা হয়নি। প্রেমিক-প্রেমিকাদের ওই জায়গা ছেড়ে যেতে বলা হয়েছিল। ভ্যালেন্টাইনস ডে বিরোধী বজরং দল নাগপুরে ঘোষণা করে, এদিন রাস্তায় যুগলকে দেখা গেলেই বিয়ে দেওয়া হবে। ভ্যালেন্টাইনস ডের উদ্‌যাপন রুখতে এদিন শহরে মিছিলও বের করে তারা। একই চিত্র ছিল হায়দরাবাদেও। তারা ভুবনেশ্বরে কলিঙ্গ শপিংমুল ও পার্কে অভিযান চালাবে বলে হুমকি দিয়েছিল। অপরদিকে ভ্যালেন্টাইনস ডের সমর্থনে বেঙ্গালুরুতে দুটি ভেড়ার বিয়ে দিয়েছে কর্নাটক রক্ষণা বেদিকে নামে এক সংগঠন। তাদের বক্তব্য- ‘ভ্যালেন্টাইনস ডের বিরোধিতা করা উচিত নয়। কারণ ভালোবাসা জাত-ধর্ম মানে না। এই ভালোবাসার জন্য একদিনের ছুটিও ঘোষণা করা উচিত।’

No comments

Powered by Blogger.