চবির ডিলিট ডিগ্রি পাচ্ছেন প্রণব মুখার্জি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি) কর্তৃপক্ষ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সম্মাননাসূচক ডিলিট’ ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে । ১৬ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আসার কথা রয়েছে মুখার্জির।

বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রণব মুখার্জি ওইদিন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চবিতে অবস্থান করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা গনমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননাসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.