উগ্র হিন্দু নেতার মেয়ের মুসলিম তরুণকে বিয়ে, তারপর যা হলো

ভারতে হিন্দু তরুণীরা যাতে মুসলিম তরুণদের বিয়ে করতে না পারে, সেজন্য কত চেষ্টাই না করা হচ্ছে। কিন্তু তবুও থেমে নেই। এবার সাধারণ কেউ নয়, ক্ষমতাসীন বিজেপির সহযোগী সংগঠনের এক নেতার মেয়ে পর্যন্ত এত মুসলিম তরুণকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু তা মেনে নিতে পারেনি উগ্র হিন্দুবাদী পরিবারটি। মেয়েটিকে তারা অপরহণ করে তবে তাতে রক্ষা হয়নি। মুম্বই থেকে মেয়েকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বজরং দল কর্মীকে। মেয়েটি আরএসএসের এক শাখা সংগঠনের নেতার মেয়ে। গত বছর সে এক মুসলিম যুবকের সঙ্গে মু্ম্বই পালিয়ে যায়, তাকে বিয়েও করে বলে অভিযোগ। মোহাম্মদ ইকবাল চৌধুরী নামে ওই মুসলিম যুবক তার স্ত্রীকে মুম্বই থেকে অপহরণের অভিযোগে বম্বে হাইকোর্টে হেবিয়াস কর্পাস পিটিশন পেশ করেছিলেন।
তারপরই সুনীল পাম্পওয়েল নামে অভিযুক্ত বজরং দল কর্মীকে মুম্বই পুলিশ গ্রেফতার করে। অভিযোগ, পাম্পওয়েল গত মাসের দ্বিতীয় সপ্তাহে মেয়েটিকে তার বাবা, মায়ের সঙ্গে গাড়িতে মুম্বই থেকে ম্যাঙ্গালুরু নিয়ে চলে আসেন। মেয়েটির মুসলিম যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করাকে ‘লাভ জেহাদ’ বলে দাবি করেছিল সংঘ পরিবার ঘনিষ্ঠ সংগঠনগুলি। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন গত ২৯ ডিসেম্বর ম্যাঙ্গালুরু সফরে এলে তাকে স্মারকলিপি দিয়ে এ ব্যাপারে তার হস্তক্ষেপ চায় তারা। মেয়েটি ম্যাঙ্গালুরু ইস্ট পুলিশ স্টেশন লিমিটসের মধ্যে একটি ভাড়াবাড়িতে থাকত। তিন বছর আগে তার সঙ্গে সোস্যাল মিডিয়ায় আলাপ হয় চৌধুরির। আলাপ থেকে প্রেম, তারপর গত বছর জুলাইয়ে মুম্বই পালিয়ে গিয়ে বিয়ে। তখন থানায় হলফনামা দিয়ে মেয়েটি জানিয়েছিল, সে প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় রয়েছে, কেউ তাকে জোরজবরদস্তি করেনি।

No comments

Powered by Blogger.