চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার সময় আটকা পড়ল জাহাজ

বহির্নোঙর থেকে বন্দর জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী একটি জাহাজ বন্দর চ্যানেলের পাশে  আটকে গেছে।

সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজটি বন্দর জেটিতে নিয়ে আসার সময় একটি ফিশিং ট্রলার সামনে পড়ে। সেটাকে রক্ষা করতে গিয়ে জাহাজের পাইলট ডানদিকে চলে যান। এতে জাহাজটি চ্যানেলের পাশে আটকে যায়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম  জানান, চরে আটকে যাওয়া জাহাজের জন্য বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটি বন্দরের টাক বোট দিয়ে চ্যানেল থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। জোয়ার থাকলে সরিয়ে নেয়া সুবিধাজনক। এটিকে মাথায় রেখেই সরিয়ে নেয়ার কাজ করছে বন্দরের কর্মীরা।

No comments

Powered by Blogger.