ইরানে মদ্যপানের দায়ে ২৩০ কিশোর-কিশোরী আটক

মদ্যপান করে নাচানাচি করার অভিযোগে ইরানের রাজধানী তেহরান থেকে ২৩০ জন কিশোর-কিশোরীকে আটক করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানের উপকূলের একটি বাগান থেকে ১৪০ জন কিশোর-কিশোরীকে আটক করা হয়। এছাড়া একই অভিযোগে তেহরানের প্রান্তীয় এলাকা থেকে আরো ৯০ জনকে আটক করা হয়।
শুক্রবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মদ্যপান করা এবং মাদকদ্রব্য জাতীয় পানীয় পান করে নাচানাচি করা ইসলামী আইনানুযায়ী ইরানে নিষিদ্ধ। আইএসএনএ জানিয়েছে, আটকদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম (বিশেষত ছবি) ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অন্যদের তাদের পার্টিতে অংশ নেয়ার আহ্বান জানায়। পুলিশ এই সূত্র ধরেই তাদের আটক করে। আটক অভিযানের সময় সময় বেশকিছু তরল মাদকদ্রব্য  ও নেশাজাতীয় ওষুধ জব্দ করা হয়।

No comments

Powered by Blogger.