ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯০

দক্ষিণ ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে  বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। পুলিশ ও কর্মকর্তাদের দেওয়ার হিসাব অনুযায়ী, বন্যা ও ভূমিধসে মোট ৬৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিন এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের ওপর প্রবল আঘাত হানে। তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে একটি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সুলু সাগর থেকে শক্তি সঞ্চয় করছে এবং ৮০ কিলোমিটার বেগে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.