ভারতে তীর্থ যাত্রীবাহী বাস নদীতে, নিহত ২৭

ভারতের রাজস্থানে তীর্থ যাত্রীবাহী নদীতে পড়ে গেলে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে সাওয়াই মাধোপুরের ডাবি এলাকায় ওই বাস ব্রিজ থেকে নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরো কমপক্ষে তিনজন নিখোঁজ রয়েছেন।

ওই বাসযাত্রীরা হিন্দুয়ান শহর থেকে সাওয়াই মাধোপুরের মালানা ডাবি এলাকার একটি মন্দিরে যাচ্ছিলেন।

সাওয়াই মাধোপুরের পুলিশ সুপার (সুপারিন্টেনডেন্ট অব পুলিশ) মামান সিং বলেছেন, আজ সকালের দিকে এ ঘটনা ঘটেছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মোরেল নদীতে একশ মিটার পানির নিচে ডুবে যায়।

তিনি বলেন, এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন এবং ১২ জনের মৃতদেহ বাস থেকে বের করা হয়েছে। আরো তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। আর আহতদের সাওয়াই মাধোপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

No comments

Powered by Blogger.