প্রিমিয়ারে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


 নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে ইংরেজি বিভাগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘অ্যামবেসি অব দ্য ইউনাইটেড স্টেস অব আমেরিকা’ এ সেমিনারের আয়োজন করে।
 
‘গ্লোবাল আন্ডার গ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০১৮’ শীর্ষক সেমিনারে আমেরিকান শিক্ষা ও সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বিশ্ব সংস্কৃতির কিভাবে সমন্বয়ের বিষয়ে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান সেন্টার কালচারাল অ্যাফেয়ার্স অফিসার কেলি আর. রায়ান।
 
সেমিনারে উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন লিংক ও প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন-সহ সামগ্রিক প্রসেসিং সংক্রান্ত তথ্য ও তত্ত্ব উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম) রায়হানা সুলতানা।

সেমিনারে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান।

No comments

Powered by Blogger.