পূর্ব বায়তুল মুকাদ্দাসে দূতাবাস খুলবে তুরস্ক; একই পথে লেবানন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে দুতাবাস চালু করবে। একই কথা বিবেচনা করছেন লেবানন।
এরদোগান বলেছেন, “ইনশাল্লাহ, সেদিন খুব কাছেই যেদিন আমরা সেখানে আমাদের দূতাবাস চালু করব।” লেবানন পূর্ব বায়তুল মুকাদ্দাসে দূতাবাস খুলবে বলে যখন খবর বেরিয়েছে তখন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এ ঘোষণা দিলেন।
পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস খোলার বিষয়ে তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি-ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত পূর্ব বায়তুল মুকাদ্দাসে তুর্কি দূতাবাস খোলা উচিত।
বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছেন তার বিপরীতে তুরস্ক ও লেবানন পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে নিজেদের দূতাবাস খোলার কথা বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে।
এ বিষয়ে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল তার সরকারি টুইটার পেইজে জানিয়েছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী এবং তিনি দূতাবাস খোলার বিষয়ে ইচ্ছার কথা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন। বাসিল তার টুইটার পেইজে আরো বলেছেন, প্রেসিডেন্ট আব্বাস তাকে আশ্বস্ত করছেন যে, পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে তিনি লেবাননের দূতাবাস খোলার জন্য জমি দেবেন।

No comments

Powered by Blogger.