ভারতীয়রাই সবচেয়ে বেশি অভিবাসী

বিশ্বজুড়ে অভিবাসীদের বসবাসের নিরিখে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। সবমিলিয়ে এই মুহূর্তে প্রায় ১ কোটি ৭০ লক্ষ ভারতীয় অভিবাসী ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলেই বসবাস করেন প্রায় ৫০ লক্ষ ভারতীয়। ব্রিটেনে বসবাসের সংখ্যা ৩০ লক্ষ। আমেরিকা এবং আরব দেশগুলোতে বসবাস করেন ২০ লক্ষ করে। সম্প্রতি ২০১৭ সালের অভিবাসন সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ করে জাতিসঙ্ঘঞ।
তাতেই এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী অভিবাসীদের মধ্যে ভারত রয়েছে সর্বোচ্চ স্থানে। তার পরেই স্থান মেক্সিকো’র। এই দেশের প্রায় ১ কোটি ৩০ লক্ষ অভিবাসী বিভিন্ন দেশে বসবাস করছেন। রাশিয়া, চীন, বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান এবং ইউক্রেনও রয়েছে প্রথম সারিতে। জাতিসঙ্ঘের ইকনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের কর্তা লিউ জেনমিন বলেছেন, ২০০০ সালের পর থেকে আন্তর্জাতিক স্তরে অভিবাসীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন দেশে জনস্ফীতির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়ে অভিবাসী বৃদ্ধির হার। এ ব্যাপারে জাতিসঙ্ঘের সদস্যভূক্ত প্রতিটি দেশকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন লিউ।

No comments

Powered by Blogger.