নদীতে নামলেই কঙ্কাল!

নদীতে নামবেন? সাবধান! নদীতে নামলেই আপনি কঙ্কাল হয়ে যেতে পারেন। এটি কত ভয়ঙ্কর, ভাবা যায় কী? রিও টিনটো নদীতে ডুব দিয়ে ভেসে উঠার পর শরীরে শুধু হাড়গুলো ছাড়া কিছুই থাকবে না! স্পেনের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে। আর নদীটির উৎস স্পেনের আন্দালুসিয়া পর্বতে। রিও টিনটো নামে এ নদীর পানি অত্যন্ত আম্লিক (অ্যাসিডিক) (পিএইচ-১.৭-২.৫) এবং ভারী ধাতুসমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে, এর আশপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

No comments

Powered by Blogger.