কারামুক্ত হলেন লক্ষ্মীপুরের সেই সিভিল সার্জন

লক্ষ্মীপুরে ভ্রাম্যামাণ আদালতে ৩ মাসের সাজা আদেশের ২৪ ঘন্টার মধ্যে জামিন পেয়ে কারামুক্ত হলেন সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: সালাহ উদ্দিন শরীফ। আজ মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক মীর শওকত হোসেন ৫ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। দুপুর সোয়া ১২টার দিকে কারাগার থেকে স্থানীয় চিকিৎসকরা তাকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসেন। সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরণের অনাকাক্সিক্ষত ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. আশফাকুর রহমান মামুন, ডা: নিজাম উদ্দিন, ডা. জাকির হোসেন, ডা. নুরুল ইসলাম, ডা: হামিদ হোসেন প্রমুখ।
ডা. মো. সালাহ উদ্দিন শরীফের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ডা: সালাহ উদ্দিন শরীফের জামিন আবেদন করলে আদালত ৫ হাজার টাকার মুচলেকা দিয়ে জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, সোমবার সকালে কাকলী শিশু অঙ্গনের ভিতরে যাওয়ার সময় গেইটে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সাথে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: সালাহ উদ্দিনের ধাক্কা লেগে যায়। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ডা. সালাহ উদ্দিনের বড় ছেলে মিনহাজ এগিয়ে এসে পরিচয় জানতে চান। এক পর্যায়ে বাবা-ছেলে ও এডিসি’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ ডেকে ডা: মো: সালাহ উদ্দিন শরীফ আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে ডাক্তারকে কারাগারে প্রেরণ করা হয়।

No comments

Powered by Blogger.