মিসরে সিংহের মাথাওয়ালা দেবী মূর্তির সন্ধান

মিসরে পাওয়া গেছে সিংহের মাথাওয়ালা একটি দেবী মূর্তি। মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরের নীল অববাহিকায় সেখমেত নামের এই মূর্তির ২৭টি টুকরো আবিষ্কার করে মিসর ও ইউরোপের একটি যৌথ প্রত্নতাত্ত্বিক মিশন। মিসরের প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দ্য লেডি অব ওয়ার বা যুদ্ধের দেবী হিসেবে পরিচিত মূর্তিটি শহরের পশ্চিম তীরে অবস্থিত কলোসি অব মেমনন এলাকায় মাটির নিচে খুঁজে পাওয়া যায়। একটি নারী শরীর এবং একটি স্ত্রী সিংহের মাথা নিয়ে মূর্তিটির অবয়ব।
কলোসি অব মেমনন এলাকাটি প্রাচীন মিসরের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো। এএফপি জানায়, সদ্য পাওয়া মূর্তিটির উচ্চতা ছয় ফুট ৬ ইঞ্চি। কালো গ্রানাইট পাথর কেটে এটি তৈরি করা হয়েছে। এর মাথায় সূর্য আকৃতির একটি চাকতি রয়েছে। এ জন্য এটিকে সূর্য দেবীও বলা হয়। এছাড়া এটির কপালে শোভা পাচ্ছে একটি কোবরা। মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যানটিকুইটিসের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলেন, ‘বাম হাতে জীবনের প্রতীক এবং অন্য হাতে প্যাপিরাস কাগজ ধারণ করে মূর্তিটি একটি সিংহাসনে বসে আছে।’

No comments

Powered by Blogger.