আওয়ামীপন্থী আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামীপন্থী আইনজীবীরা। আগামী ১৩, ১৬ ও ১৭ অগাস্ট সারা দেশের আইনজীবী সমিতিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। শনিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস। এসময় উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম। লিখিত বক্তব্যে বলা হয়, ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারাদেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে। একটি মহল রায় নিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা করছে। সংগঠনটির দাবি, রায়ে যে সমস্ত ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে হবে।

No comments

Powered by Blogger.