রাজনীতি হচ্ছে ভরা হাতে আসবো, খালি হাতে যাবো

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আমি যদি অ্যাটর্নি জেনারেল না হতাম তাহলে বঙ্গবন্ধু হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনার সুযোগ পেতাম না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সে সুযোগ করে দিয়েছেন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজিরপাগলা এ বি ইন্সটিটিউশনে বই বিতরণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, রাজনীতির অর্থ তাই না- খালি হাতে আসবো, আর ভরা হাতে যাবো; রাজনীতি হচ্ছে ভরা হাতে আসবো, খালি হাতে যাবো। দেশ সেবার অর্থ হচ্ছে- আপনাকে খালি হাতে ফেরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশুনার কোনো বিকল্প নেই। আমাদের জানতে হলে প্রচুর পড়াশুনা করতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। এসময় বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ বেশ কিছু মুক্তিযুদ্ধবিষয়ক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন অ্যাটর্নি জেনারেল।

No comments

Powered by Blogger.