এদেশে রাজনীতি করাটা চোরদের জন্যই সহজ by মোহাম্মদ এ আরাফাত

মোহাম্মদ এ আরাফাত
এদেশে রাজনীতি করাটা চোরদের জন্যই সহজ। সৎ মানুষদের পক্ষে রাজনীতি দিনে দিনে আরো কঠিন হয়ে যাচ্ছে। কারণ এদেশের অধিকাংশ মানুষই দুর্নীতিবাজ আর সৎ মানুষের মধ্যে পার্থক্য করতে পারে না। এই পার্থক্য করাটা খুবই জরুরি। নইলে সৎ মানুষরা রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। আর দুর্নীতিবাজ অসৎ মানুষ এসে সেই জায়গা দখল করবে। যারা সৎ তাদেরও যদি আমরা দুর্নীতিবাজ আখ্যা দিই, সবাইকে একই দলে ফেলে দিই তাহলে এরপরেও তারা কেন রাজনীতিতে সক্রিয় থাকবে? আমরা যদি দেশে-বিদেশে প্রমাণিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে পারতাম আর অন্যদিকে সৎ মানুষদেরকে স্বীকৃতি দিতে পারতাম (সবার বিরুদ্ধে ঢালাও অভিযোগ না করে), তাহলে অসৎ ও দুর্নীতিবাজরা রাজনীতিতে টিকতে পারতো না। চোরের মায়ের বড় গলা এখনও দেখতে হতো না। কিন্তু আমরা প্রমাণিত অসৎ রাজনীতিকদের সঙ্গে সৎ রাজনীতিকদেরও গুলিয়ে ফেলে পক্ষান্তরে অসৎ রাজনীতিকেই সমর্থন করছি। দুঃখজনক!

No comments

Powered by Blogger.