বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাংচুর ও চারজন পরিবহন শ্রমিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শনিবার সকাল থেকে এই ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের শুরুতে সকালে বেনাপোল প্রধান সড়কের ওপর পরিবহন বেরিকেট দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে। ফলে শতশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্টে। পরিবহন শ্রমিকরা জানান, শুক্রবার বিকালে আগামী ১০ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বেনাপোল পৌর ছাত্রলীগের (মেয়র সমর্থিত) নেতাকর্মীরা বন্দরে একটি মিছিল বের করে। মিছিলটি যখন বেনাপোল পরিবহন স্ট্যান্ডে আসে, তখন গ্রিনলাইন পরিবহনের একটি বাসের বক্সে যাত্রীদের ল্যাগেজ ওঠাচ্ছিলেন মোহন (৩৫) নামে এক শ্রমিক। এ নিয়ে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। এর পরই ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে মোহনকে বেধড়ক মারপিট করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে ওই বাসের চালক জামাল, সুপারভাইজার আলাল ও হেলপার লিয়াকতকে মারপিট করে আহত করে ছাত্রলীগ কর্মীরা। পরে তারা বিজিবি ক্যাস্পের সামনে গ্রিনলাইন কাউন্টার ভাংচুর করে।
এ ঘটনার পরপরই পরিবহন শ্রমিকরা সড়কে গাড়ি রেখে অবরোধ করে যশোর-বেনাপোল সড়ক। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিজিবি‘র একটি প্রতিনিধি দল ভারত থেকে সীমান্ত সম্মেলন শেষ করে দেশে ফিরছিলেন। তাদের অনুরোধে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে শনিবার সকাল থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক না করা পর্যন্ত বেনাপোল থেকে সব পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন। শনিবারের পরিবহন ধর্মঘটের সমর্থনে মাইকেও প্রচার করা হয়। বেনাপোল গ্রীনলাইন পরিবহনের ম্যানেজার রবীন বাবু বলেন, বিষয়টি ঢাকায় মালিককে জানানো হয়েছে। তারা ওখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শনিবার সকালে এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করা হবে। বেনাপোলের সব পরিবহন শ্রমিক সংগঠনগুলো বসে এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক না করা পর্যন্ত অবরোধ চলবে বলে তিনি জানান। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ঘটনাটি দুঃখজনক। থানায় এখনো কোনও লিখিত অভিযোগ আসেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শ্রমিক সংগঠন ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি দেখা হবে।

No comments

Powered by Blogger.