ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারক ফেসবুকের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন। ওই মামলায় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার পরও ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিং শনাক্ত করে ফেসবুক। অভিযোগে বলা হয়েছিল, ফেসবুক অন্যান্য ওয়েবসাইটে থাকা তাদের ‘লাইক’ বাটন ব্যবহার করে ব্যবহারকারী কোন কোন সাইট ব্রাউজ করছে সে তথ্য সংগ্রহ করে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ব্রাউজিং নিয়ে বিস্তারিত তথ্য রেখে দিতে পারে। তাই ফেসবুকের এমন কর্মকাণ্ড দেশটির প্রাইভেসি আইন লঙ্ঘন বলেও মনে করছে ওই বাদীপক্ষ। বাদীপক্ষের অভিযোগ ছিল, বিভিন্ন সাইটে যেসব ফেসবুক লিঙ্ক দেয়া থাকে সেখান থেকে ফেসবুকে গেলে এমন ব্রাউজিং তথ্য রেখে দেয় ফেসবুক। তবে মামলাটি সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জেলা বিচারক এডওয়ার্ড ডেভিলা মামলা খারিজ করে দিয়েছেন। তিনি জানান, বাদীপক্ষ এমন অভিযোগ বিষয়ে শক্তপোক্ত প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছে। যে কারণে মামলাটি খারিজ হয়েছে। বিচারক জানান, যেহেতু এটি একটি অপশনাল বিষয় তাই বাদীপক্ষ চাইলে তাদের প্রাইভেসি অপশন বন্ধ করে রাখতে পারে। কিন্তু তারা সেটা করেনি। বাদীপক্ষ আর প্রাইভেসি বা আড়িপাতা নিয়ে অভিযোগ আনতে পারবে না, কিন্তু চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনতে পারে বলেও জানান তিনি। আদালতের এমন রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ফেসবুক।

No comments

Powered by Blogger.