সেলফি তুলতে গিয়ে মৃত্যুতে শীর্ষে ভারত

সেলফি তুলতে গিয়ে বিশ্বে নিহতের সংখ্যার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। ‘মি. মাইসেলফ অ্যান্ড কিলফি : ক্যারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেনটিং সেলফি ডেথস’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও দিল্লির ইন্দ্রপ্রস্থ ইন্সটিটিউট অব ইনফরমেশন যৌথভাবে গবেষণাটি করেছে। দেখা গেছে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে যত মানুষ প্রাণ হারিয়েছে, এর মধ্যে ৬০ শতাংশই ঘটেছে ভারতে। দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভারতে সেলফি তুলতে গিয়ে প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় মুম্বাই পুলিশ ১৫টি স্থানকে সেলফি তোলার জন্য বিপজ্জনক বলে চিহ্নিত করেছে। এ ছাড়া শহরের কোন কোন এলাকা ‘সেলফি ফ্রি পয়েন্ট’ তাও জানানো হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে ১২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর এর মধ্যে ৭৬ জনই ভারতের। মুম্বাই পুলিশের উপকমিশনার পরমজিৎ দাহিয়া বলেন, ‘এ ক্ষেত্রে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা হাতে নিয়েছে।

No comments

Powered by Blogger.