সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অবিরাম বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। এতে বাঁধের বাইরে এবং চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। শনিবার সাকালে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির এই প্রবণতা দেখা গেছে। যমুনার পানি বৃদ্ধির ফলে ইতোমধ্যেই নদী তীরবর্তীসহ চরাঞ্চলের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে।
কোনো কোনো চরের নীচু এলাকার বাড়ি-ঘর পানিতে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে নিয়ন্ত্রণ বাঁধের বাইরে সমতল ও নিচু এবং চরাঞ্চলের ২৭টি ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

No comments

Powered by Blogger.