প্রসববেদনায় ছটফট করছেন যুবতী, অ্যাম্বুল্যান্স আগলে ১১ সিংহ! তার পর...

এ যেন এক রূপকথার গল্প! বাইরে সিংহের গর্জন আর তার মধ্যে অ্যাম্বুল্যান্সের ভিতরে জন্ম নিল এক শিশু। না না, এটা কোনও সিনেমার গল্প নয়! এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল রাজকোটের জাফারবাদ গ্রামে। সূত্রের খবর, বুধবার রাতের বেলা হঠাত্ই প্রসবযন্ত্রণা শুরু হয় এক গভবর্তী মহিলার। তাঁর পরিবারের সদস্যরা ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন। গ্রাম থেকে ওই মহিলার বাড়ির দূরত্ব ছিল প্রায় তিন কিলোমিটার। এ দিকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁচ্ছে দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে চরম বিপদের সন্মুখীন হলেন অ্যাম্বুল্যান্সের চালক। গোটা পথ জুড়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় ১১ থেকে ১২টি সিংহের দল। অ্যাম্বুল্যান্স থামিয়ে তাঁরা কিছুক্ষণ অপেক্ষা করবেন বলে ঠিক করেন। কিন্তু তার মধ্যে ঘটে যায় বিপত্তি। এরই মধ্যে মহিলার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বাইরে তখন সিংহের দল। এর মধ্যে দিয়ে চিকিতসাকেন্দ্র নিয়ে যাওয়া অসম্ভব। তখন তাঁরা সিদ্ধান্ত নেন, অ্যাম্বুল্যান্সের ভিতরেই প্রসব করাবেন। অ্যাম্বুল্যান্সের কর্মচারীরা ডাক্তারকে ফোন করেন এবং ডেলিভারির ব্যবস্থা করেন। প্রায় ২৫ মিনিট ধরে ডেলিভারির কাজ হয়। এর পর সিংহের দল সেখান থেকে বেরিয়ে যায়। এর পর তাঁদের জাফারবাদ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন মা এবং শিশু উভয়েই সুস্থ। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো।
সুত্রঃ এই সময়

No comments

Powered by Blogger.